• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে সমন্বিত প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)-এর মাল্টিপারপাস ভলান্টিয়ারদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের আয়োজনে মঙ্গলবার বাগেরহাট আলীয়া মাদ্রাসা রোডস্থ প্রকল্প কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত দাস প্রমুখ।

প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন অর রশীদ এর সভাপতিত্বে অরিয়েন্টেশনে বাগেরহাট জেলার মোল্লাহাট ও কচুয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। সভায় ভলিন্টিয়ার হিসেবে করনীয়, সরকারী-বেসরকারি দফতর, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় কৌশল এবং প্রকল্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা