• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে প্রতিদিন লাখ লাখ টাকার সামুদ্রিক মাছ বিক্রি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

বাগেরহাটে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম সামুদ্রিক মাছের বাজার কেবি। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন মাছ কিনতে। প্রতিদিন লাখ লাখ টাকার সামুদ্রিক মাছ বিক্রি হয় এই বাজারে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় সাগরে ইলিশ ধরতে না পারায় বাজারে মাছের আমদানি কম। আর দামও আগের তুলনায় বেশি।

বাগেরহাট শহরের দড়টানা নদীর পাশেই সামুদ্রিক মাছের বাজার কেবি। সাগর থেকে মাছ ধরে নিয়ে এসে সরাসরি এই বাজারে নোঙ্গর করে ট্রলারগুলো। এরপর ঝুড়িতে করে বাজারে মাছ সরবরাহ করেন জেলেরা।

মাছ বিক্রেতাদের হাঁকডাকে মুখর বাজারটি। কেউ মাছ নিয়ে যাচ্ছেন, কেউ বিভিন্ন পরিবহনে মাছ ওঠাচ্ছেন, কেউ আবার ঝুড়িতে বরফ দিয়ে মাছ সাজাচ্ছেন। পাওয়া যাচ্ছে ইলিশসহ পোয়া, চিত্রা, রূপচাদা, লইট্যা, পোয়াসহ বিভিন্ন সামুদ্রিক মাছ।

তবে সাগরে নিম্নচাপ থাকায় তেমন মাছ ধরতে পারছেন না জেলেরা। ফলে আমদানি কম হওয়ায় দামও কিছুটা বেশি। প্রকার ও আকারভেদে প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ১শ টাকায়।

বাগেরহাট জেলার মৎস্যজীবী সভাপতি শেখ ইদ্রিস আলী বলছেন, আগামী অবরোধের আগে জেলেরা যদি মাছ না পায় তাহলে ক্ষতির মুখে পড়বে।

১৯৮৪ সালে কেবি বাজারে সামুদ্রিক মাছ বেচাকেনা হয়। প্রতিদিন এখান থেকে মাছ কেনেন এক থেকে দেড় হাজার পাইকারি ব্যবসায়ী।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা