• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে প্রথম দিনই করোনা টিকার ২য় ডোজ নিলেন সহস্রাধিক মানুষ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

আইপিএলের কারণে থাকতে পারছেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান; তার জায়গায় খেলবেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। এমন পরিবর্তন দিয়েই শুক্রবার শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল ঘোষণা করা হয়েছে।

সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে যারা যাচ্ছেন তারা হলেন- মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।

চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। আর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী শুভাগত। প্রথমবারের মতো টেস্ট দলে আছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা