• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিএনপি ও জাপার প্রার্থীর মনোনয়ন বাতিল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল।

আসন্ন বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও জাতীয় পার্টির প্রার্থীর সাজন কুমার মিস্ত্রির মনোনয়ন বাতিল হয়েছে। তবে, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩শে ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী জানান, সময় মতো পৌর কর পরিশোধ না করা ও ঋণখেলাপি হওয়ায় বিএনপি মনোনিত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আর ঋণখেলাপি হওয়ার কারণে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রির মনোনয়ন পত্রটিও অবৈধ ঘোষণা করা হয়েছে।

এর ফলে, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এ আসনে একক প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা