• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

বিভিন্ন স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় প্রশাসনের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলা শুরু করা হয়। বাগেরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান-

দেওয়ানগঞ্জ (জামালপুর) : ইউএনও একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন। বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ, প্রভাষক বেলায়েত হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম, আজিজুর রহমান, মাসুদ পারভেজ, সালাহ উদ্দিন আহম্মেদ, মতিউর রহমান প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর) : বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।

দুর্গাপুর (নেত্রকোনা) : একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও ফারজানা খানমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালকুদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।

গোলাপগঞ্জ (সিলেট) : প্রধান অতিথি সিলেটের এডিসি (শিক্ষা ও আইসিটি) বদরুদ্দোজা মেলা উদ্বোধন করেন। এরপর মেলায় থাকা ১০টি স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনপমা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল।

বাগেরহাট : ৫ম জাতীয় অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, শিক্ষক সাইদা পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা