• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

“শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে সপ্তাহ ব্যাপী শিশু শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সোমবার (৫ অক্টোবর) বিকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি খন্দকার মোহম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, অধ্যাপক মোজ্জাফর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এমডি মোজাফ্ফর হোসেন, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, অভিভাবক ফোরামের আহবায়ক আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক শেখ আজমল হোসেন, শিশুদের মধ্যে সামিয়া আক্তার , আবরার আবির, মো. সাবিদ, জামির হাচান জামিল হাচান, মাফরুবা মৌ প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের শুধু বই বা ঘরে আবদ্ধ রাখলে তার সঠিক ভাবে মেধা বিকাশ হবে না। মনে রাখবেন শিশুকে খেলাধুলা, সমাজিক আচার অনুষ্ঠান, ধর্মীয়মূল্যবোধ ইত্যাদি শেখাতে হবে। তাকে শুধু শিক্ষিত নয় ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই মা বাবার আসল দায়িত্ব।

বক্তব্য শেষে তিনি বলেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা