• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ জুন ২০২০  

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৩৯ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান নিউজনাউকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা