• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে মন্দিরে ঢুকে সোনা চুরি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

বাগেরহাট শহরের মুনিগঞ্জ ঐতিহ্যবাহী শ্রীশ্রী গঞ্জেরশ্বরী কালীমাতা মন্দিরের গ্রিল ভেঙে প্রতিমা, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে মন্দিরের পুরোহিত দরজা খুলে দেখতে পান পেছনের জানালা ভাঙা।

খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমিত রায় জানান, চোরের দল প্রতিমার গলা থেকে সোনার হার, টিপ, কানের দুল, সোনার জিহ্বা, পায়ের নূপুর এবং নগদ টাকাসহ বেশ কিছু মালপত্র নিয়ে গেছে। মন্দিরের পুরোহিত উদয় শংকর চক্রবর্ত্তী জানান, রাতে মন্দিরে কেউ থাকে না।

শুক্রবার রাত ৯টার দিকে পূজা শেষ করে মন্দিরের দরজা-জানালা বন্ধ করে তিনি বাসায় চলে যান। অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা