• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে মহাসড়কের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা-মোংলা সড়কের কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মোড় থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে ৩ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়। নেতৃত্ব দেন সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায়।  

এ সময় সওজ বাগেরহাট অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, সড়কটি চার লেন করার জন্য সড়কের দু’পাশে ১৫ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। বুধবারও (২৩ ডিসেম্বর) উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনার পাশাপাশি সড়কের পাশা রাখা বিভিন্ন ধরনের মালামাল অপসারণ করা হচ্ছে। যাতে চার লেনের কাজে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা