• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে মাস্ক না পরায় ৪২ জনকে অর্থদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জুন ২০২০  

বাগেরহাটে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ৪২ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রবিবার গণপরিবহন ও হাটবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৩৭০ টাকা জরিমানা আদায় করেন।

এর আগে একই অপরাধে ৫ জুন ২৩ জনকে ২৪ হাজার ৭০০ টাকা ও ৬ জুন ৪২ জনকে ২১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। এর অংশ হিসেবে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা পুলিশকে সাথে নিয়ে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে মাস্ক ব্যবহার না করায় ৪২ জনকে অর্থদণ্ড দেন। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৭০ টাকা জরিমানা আদায় করা হয়। 

করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে তিনি জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা