• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে যুব রেডক্রিসেন্টর খাদ্যপণ্য ও ব্যাংক লেনদেন সেবা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ মে ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজনকে ঘরে রাখতে বাগেরহাট জেলা শহরে যুব রেডক্রিসেন্টের সদস্যরা বাসা-বাড়িতে ক্রয় মূলে পৌছে দিচ্ছেন বিষমুক্ত তাজা সাক-সবজি, মাছ-মাংশসহ চাহিদা মতো খাদ্যপণ্য। বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের হটলাইনে ফোন করলেই দ্রুত রোগীদের হাতে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় ওযুধ। বিদ্যুতের ডিজিটাল মিটারের বিল রিচার্জ করাসহ ব্যাংক লেনদেনও করে দেয়া হচ্ছে। 

করোনাকালে বাগেরহাট রেডক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যরা নিজেরা করোনাভাইরাস আক্রান্তের ঝঁকি মাথায় নিয়ে শহরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। যুব রেডক্রিসেন্ট সদস্যদের ব্যতিক্রমী এই উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে। 

বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম বলেন, আমরা নতুন দুর্যোগ করোনা পরিস্থিতির মধ্যে লোকজনকে ঘরে থাকতে ও সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করার পাশাপাশি সড়ক-দোকানপাট-হাসপাতাল এবং কারাগারে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করছি।

একই সাথে আমরা এই এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য নষ্ট না হয় ও ঘরবন্দি মানুষদের যাতে বাইরে বের হয়ে করোনা ঝুঁকিতে পড়তে না হয়, সেজন্য বাগেরহাট পৌর এলাকার বাসা-বাড়িতে প্রথম থেকেই বিষমুক্ত তাজা সাক-সবজি কোনো লাভ ছাড়াই ক্রয় মূল্যে পৌঁছে দিচ্ছি।

এর পাশাপাশি যুব রেডক্রিসেন্টের সদস্যরা বাগেরহাট শহরের করোনা ঝঁকি কমাকে অন্যান্য খাদ্যপণ্য পৌঁছে দেয়ার পাশাপাশি রোগীদের ওষুধ, বিদ্যুতের ডিজিটাল মিটারের বিল রিচার্জ করাসহ ব্যাংক লেনদেনও করে দেয়া হচ্ছে। পাইকারি মূল্যে পণ্য কিনতে পারলে খুচরা বাজোরের চেয়েও কম দামে আমরা শহরবাসীর ঘরে খাদ্যপণ্য পৌঁছে দিতে পারব।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা