• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ জুন ২০২০  

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ২১৪টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ৩৯ হাজার টাকা।

গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দন্ড দেয়। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ রাস্তায় বের হলে তাকে আমরা কোনো ছাড় দিচ্ছি না। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২১৪টি মামলা করেছে। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা