• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে সড়কের পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

বাংলাদেশ জলসীমায় ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটক জেলেদের বুধবার বিকালে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের সময় বাগেরহাটের মোংলা বন্দরের প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে ট্রলার এফবি মঙ্গলচণ্ডি-৭ ও এই জেলেদের আটক করা হয় বলে কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বুধবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানানো হয়। তবে এতে জেলেদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রলার এফবি মঙ্গলচণ্ডি-৭ বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। এই সময় কোস্ট গার্ডের নিয়মিত টহলে থাকা জাহাজ অপরাজেয় বাংলার উপস্থিতি টের পেয়ে ভারতীয় জেলেদের ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া করে তাদের ট্রলারসহ আটক করে।

বুধবার বিকালে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা