• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে হরিণ শিকারি গোপাল পাল কারাগারে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০  

হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে পুলিশ। তার নাম গোপাল পাল (৪০)। বন আইনে মামলা দায়েরের পর রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। গোপাল পাল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সুকলাল পালের ছেলে বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সোনাইল তলা খেয়াঘাট এলাকা হতে তাকে আটক করা হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি ৪’শ গ্রাম হরিণের মাংসসহ গোপাল পালকে আটক করা হয়।

আজ সকালে ১৯২৭ সালের বন আইনে (সংরক্ষিত সুন্দরবনে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার) মামলা দায়ের পর তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা