• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনাভাইরাসের কারণে গোটা দেশ লকডাউন। এ কারণে বেকার হয়ে পড়েছে শ্রমজীবী মানুষেরা। এরই মধ্যে তারা খাবার সংকটে ভুগছে। 

বাগেরহাটের নিম্ন আয়ের এসব মানুষের পাশে দাড়িয়েছে সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। তার সহযোগিতায় ও বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় দরিদ্র ও নিম্ন আয়ের ৪ হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

মঙ্গলবার দুপুরে পৌরসভার রেল রোডস্থ বস্তির ৫ জন দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য পৌঁছে দিয়ে জেলা প্রশাসক মামুনুর রশিদ এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এরপর নিম্ন আয়ের ৪ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী ও আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা