• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের খানপুর ইউপি নির্বাচনে প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন নির্বাচন নিয়ে একদিকে যেমন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তেমনি অন্যদিকে আগ্রহী প্রার্থীরা তৎপরতা শুরু করে দিয়েছেন। নির্বাচন কমিশন সদ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষনার পর সকল স্তরেই চলছে জল্পনা-কল্পনা।

ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য প্রার্থীদের চিন্তা-ভাবনা ও ভোটারদের মূল্যায়ন নিয়ে কথাবার্তা চলছে ইউনিয়নের বিভিন্ন জনসমাগমে। নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতির বিষয়ের দিকে নজর দিচ্ছেন অধিকাংশ প্রার্থী। আবার একই সাথে দলীয় মনোনয়নের বিষয়টির গুরুত্ব পাচ্ছে সর্বত্র।

সদর উপজেলার খানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের নাম বিভিন্ন মহল থেকে ভেসে উঠেছে, তারা হলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফকির ফহম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান শেখ, থানা আওয়ামী নেতা আঃ ছাত্তার শেখ, আওয়ামী নেতা ও প্রাক্তন ইউপি চেয়ার তরফদার আমির আলীর ছেলে আবুল কাশেম তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুশান্ত দাশ, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওয়ামীনেতা প্রদীপ দেবনাথ ঠাকুর, ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজুর রহমান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবুল কালাম হাওলাদার, আওয়ামীনেতা চিন্ময় দেবনাথ, আওয়ামীনেতা ফকির মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মাদ আলী ও সাংবাদিক রবিউল ইসলাম তরফদারের নাম শোনা যাচ্ছে। প্রার্থীদের বেশিরভাগই নির্বাচনে অংশ গ্রহণ সম্পর্কে সুষ্পষ্ট বক্তব্য দেননি। নির্বাচনের পূর্বমুহুর্তের পরিবেশ পরিস্থিতির কথা উল্লেখ করছেন তারা।

দলীয় সিদ্ধান্তের উপর নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে এমন কথা ব্যক্ত করলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান। সাংবাদিক রবিউল ইসলাম তরফদার নির্বাচনী পরিবেশের কথা ব্যক্ত করেন। তবে আওয়ামী নেতা-কর্মী বা সমর্থিত প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচনে অংশ নেবার কথা বলেন। এ দিকে আওয়ামী নেতা-কর্মীদের মধ্যে কে পেতে পারেন দলীয় মনোনয়ন এ নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। নির্বাচন আরও সন্নিকটে আসলে বাড়তে পারে আরও ২/১ জন আগ্রহী প্রার্থীর সংখ্যা।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা