• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের ৭৫ ইউনিয়নে হাম-রুবেলা টিকা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নে ১ হাজার ৮‘শ ৫৮টি টিকাদান কেন্দ্রে ৩ লাখ ২৬ হাজার ২‘শ ৯৭ জন শিশুকে হাম-রুবেলা প্রতিরোধকারী টিকা প্রদান করা হবে।

টিকাদান কর্মসূচিতে ৩ হাজার ৯'শ ৫০ জন প্রশিক্ষিত টিকাদান কর্মী এবং ৫ হাজার ৯'শ ২৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। আগামী ২১ মার্চ পর্যন্ত এসব টিকা দেওয়া হবে।

জানা গেছে, ৯ মাস থেকে ১০ বছরের কম শিশুদের এই টিকা দেওয়া হবে। যেসব শিশুদের বয়স দুই বছরের কম তাদের পায়ে এবং যাদের বয়স দুই বছরের বেশি তাদের ডান বাহুতে এই টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের বাগেরহাট সিভিল সার্জনের মিলনায়তনে হাম-রুবেলা টিকা বিষয়ে ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা