• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিমানবন্দরে বসবে ১০টি অত্যাধুনিক থার্মাল স্ক্যানার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে আরো ১০টি অত‌্যাধুনিক থার্মাল স্ক্যানার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। করোনাভাইরাস ও হাম-রুবেলার টিকাদান ক‌্যাম্পেইন বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচটি থার্মাল স্ক্যানার দেয় সামিট গ্রুপ। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব স্ক‌্যানার হস্তান্তর করেন সামিটের ভাইস চেয়ারম্যান লতিফ খান। এ সময় স্বাস্থ‌্য সচিব আসাদুল ইসলামসহ অন‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ের কেনা পাঁচটি ও সামিট গ্রুপের দেওয়া পাঁচটি স্ক্যানার বিমানবন্দরে বসানো হবে।

তিনি বলেন, প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার প্রয়োজন নেই। দেশে ফিরলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে, করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা দেয় সংস্থাটি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা