• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিশ্ব বাবা দিবস আজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জুন ২০২১  

বাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন। তার পরও বছরের একটা দিন বাবার জন্য রেখে দিতে চায় বিশ্ববাসী, যেমনটা রেখেছে মায়ের জন্য। এরই প্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন।

সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো বছর ঘুরে আবার এলো সেই রবিবার, বিশ্ব বাবা দিবস।

বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিন অনেকেই বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেক দেশে কার্ডও উপহার দেয়া হয়। যাদের বাবা বেঁচে নেই, তাদের কাছে বাবা কেবল স্মৃতি।

বাবা দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃদিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা