• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বেলজিয়ামের ৮ নেদারল্যান্ডসের ৭ গোল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার রাতে গোল উৎসব করেছে বেলজিয়াম আর নেদারল্যান্ডস। ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দল বেলজিয়াম ৮-০ গোলে হারিয়েছে বেলারুশকে। আরেক ম্যাচে নেদারল্যান্ডস জিব্রাল্টার বিপক্ষে জিতেছে ৭-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই বেলারুশের ওপর চড়াও হয়ে খেলেছে বেলজিয়াম। মিচি বাতসুয়াইয়ের গোলে ১৪ মিনিটেই এগিয়ে যায় দলটি। ম্যাচের ৭০ মিনিটের মধ্যেই তারা তুলে নেয় ৮ গোল।

দুটি করে গোল পেয়েছেন হ্যান্স ভেনাকেন এবং লিয়েন্দ্র ত্রোসার্দ। বাতসুয়াইয়ের সঙ্গে একটি করে গোল জেরেমি ডোকো, ডেনিস প্রায়েত এবং ক্রিশ্চিয়ান বেনটেকের।

এই জয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপে এক নম্বরে আছে বেলজিয়াম। চেক রিপাকলিক ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে, তারা ওয়েলসের কাছে হেরেছে ১-০ গোলে।

নেদারল্যান্ডস ৭-০ গোলে জিতলেও অবশ্য প্রতিবেশি বেলজিয়ামের মতো শুরু থেকেই জিব্রাল্টারকে তটস্থ রাখতে পারেনি। ৪১ মিনিটে তাদের প্রথম গোল এনে দেন স্টিভেন বার্গুইস। তবে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে আরও চার গোল তুলে নেয় ডাচরা।৫৫ মিনিটে গোল করেন লুক ডি জং, ৬১ মিনিটে ম্যাম্পিস দেপাই, ৬২ মিনিটে জর্জিনো উইজনালদাম, ৬৪ মিনিটে করেন ডনিয়েল মালেন। ৮৫ মিনিটে ডনি ফন ডি ভিক আর ৮৮ মিনিটে ম্যাম্পিস দেপাইয়ের আরও এক গোলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।এই জয়ের পর 'জি' গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ডাচরা। অন্যদিকে ঘরের মাঠে লাটভিয়ার কাছে হোঁচট খাওয়া (৩-৩ ড্র) তুরস্ক এক পয়েন্ট বেশি নিয়ে গ্রুপের শীর্ষে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা