• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বেসিক ধরে ভালো ক্রিকেটে জোর জিম্বাবুয়ের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

চামু চিবাবা ১৬ মাস পরে জিম্বাবুয়ের দলে ফিরেছেন। সর্বশেষ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন তিনি। বাংলাদেশ সফরে চামুর পত্যাবর্তন হয়েছে আবার অধিনায়ক হিসেবে। ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন তিনি। দলের কাছে তার প্রত্যাশা বেসিকের ওপর ভালো ক্রিকেট খেলা।

আগামী ১ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ওই সিরিজ নিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক সংবাদ মাধ্যমকে বলেন, 'বাংলাদেশে আসতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আশা করছি ভালো পারফরম্যান্স দেখাতে পারবো।'

চামু এর আগেও বাংলাদেশ সফরে এসেছেন। যদিও তিনি প্রায় দেড় বছর দলের বাইরে ছিলেন। এই সময়ের মধ্যে জিম্বাবুয়ে আরও দু'বার বাংলাদেশ ঘুরে গেছে। দলীয় বিচারে তাই বাংলাদেশকে দ্বিতীয় ঘর মনে করে জিম্বাবুয়ে। নিজ দেশের বাইরে সম্ভবত বাংলাদেশের আবহাওয়া সম্পর্কেই ভালো ধরণা রাখেন তারা। যদিও জিম্বাবুয়ের আগের সেই দলে এসেছে বড় পরিবর্তন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে চামু চিবাবা বলেন, 'মাঠে যেকোন কিছু ঘটতে পারে। যারা ভালো ক্রিকেট খেলবে তাদেরই জয়ের সম্ভাবনা তৈরি হবে। ভিত্তির ওপর যারা বেশি ভালো খেলবে শেষ পর্যন্ত তারাই ম্যাচ জিতবে।'

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা