• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ব্যবহৃত পিপিই-মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি করতো চক্রটি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের অভিযানে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করা হয়েছে লাখ লাখ পিস ব্যবহৃত পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভসহ নানা মেডিকেল সরঞ্জাম। এসব সরঞ্জাম বিভিন্ন প্রক্রিয়ায় আবারো বিক্রি করতো বিভিন্ন হাসপাতালে। ঘটনায় গ্রেফতার একজনকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ২ বছরের কারাদণ্ড দিয়েছে।

এ যেন জীবন নিয়ে খেলা। ডাক্তার এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের ব্যবহার করা জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার কথা থাকলেও সেটা না করে একটি চক্র নানা অসাধু উপায়ে সংগ্রহের পর আবারো ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন হাসপাতাল ও বাজারে।

হাসপাতালের এসব বর্জ্য সংগ্রহ ও ধ্বংসে শুধুমাত্র একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুমতি থাকলেও একটি অসাধু চক্র নানা উপায়ে তা সংগ্রহ আসছে  এসব পিপিই, মাস্ক ও গ্লাভসসহ নানা সরঞ্জাম।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, মানব স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি এসব ব্যবহৃত সরঞ্জাম। এমন কাজে জড়িতদের বিরূদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত প্রায় আড়াই'শ চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন একজন চিকিৎসক।


 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা