• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বড় পর্দায় বঙ্গবন্ধু চরিত্রে আসছেন আরুক মুন্সি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

গোপালগঞ্জের আরুক মুন্সিকে এবার চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রেই দেখা যাবে। জাতির পিতার চশমা, গোঁফ ও কেশবিন্যাস অনুকরণ করে চলা আরুক মুন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বেশ পরিচিত। 
 

‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের চলচ্চিত্রটি পরিচালনা করবেন সালমান হায়দার। প্রথমবারের মতো শিশুতোষ এ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন আরুক মুন্সি। তার বিপরীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনেত্রী মৌসুমীর থাকার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত মৌসুমীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে জন্মগ্রহণ করেন আরুক। দেখতে বঙ্গবন্ধুর মতো হলেও নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলতেই বেশি পছন্দ তার।

সামাজিকমাধ্যমে তার কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ায় তিনি আলোচনায় চলে আসেন। সেই সুবাদেই এ চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান আরুক।

ইতোমধ্যে তিনি এ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। অল্পসময়ের মধ্যেই দৃশ্যধারণ শুরু হবে। এতে শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষের অভিনয়ের কথা জানান পরিচালক। তবে অপর্ণা জানান, ছবির একটি ফটোশুটে অংশ নিয়েছেন। এতে অভিনয়ের জন্য এখনও কোনো চুক্তি হয়নি।

শেখ রেহানার চরিত্রে ভাবনা, শেখ রাসেলের চরিত্রে রোহান, শেখ কামালের চরিত্রে ইউসুফ ও শেখ জামালের চরিত্রে সাব্বিরের অভিনয়ের কথা রয়েছে বলে জানান পরিচালক।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা