• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভারত থেকে মাছ আমদানিকালে সাতক্ষীরায় ট্রাক জব্দ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে দেশীয় মাছ আমদানিকালে এক ট্রাক মাছ জব্দ করেছে বিজিবি। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁশকল এলাকার বিজিবির চেকপোস্ট থেকে আটক করা হয়। রাত ৯টার দিকে মাছ ভর্তি ট্রাকটি সদর থানায় হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ।

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যবসায়ী ইসরাইল গাজী ওই ট্রাকটি কাস্টমস ক্লিয়ারেন্স করেছেন। রাজা ইন্টারন্যাশনাল নামীয় লাইসেন্সের মাধ্যমে ভোমরা কাস্টমস থেকে মাছের ট্রাকটি ছাড় করান তিনি।

ঘটনার বিষয়ে জানতে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি। এ ছাড়া বিস্তারিত কারণ জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মাছ ভর্তি একটি ট্রাক বিজিবি আটকের পর থানায় জমা দিয়েছে। ট্রাকের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। কয়েকটি কার্টুন খুলে দেখা যায় তার মধ্যে বেলে মাছ, কাশকিল মাছ রয়েছে। বাকি কার্টুন না খুলে বিস্তারিত বলা সম্ভব নয়।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারত থেকে দেশীয় প্রজাতির মাছ আমদানি নিষিদ্ধ। তবে আমদানিকারক ভারত থেকে বিপুল পরিমাণ দেশীয় প্রজাতির মাছ আমদানি করছে এমন অভিযোগে ট্রাকটি আটক করে সদর থানায় দেওয়া হয়েছে। মাছের বাক্স খোলা হচ্ছে। ট্রাকে কি পরিমাণ কোন কোন প্রজাতির মাছ রয়েছে বা মাছের মূল্য কত সে বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা