• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভারতে প্রাণ গেল আরো ২ জনের; আক্রান্ত বেড়ে ১০৪০

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

ভারতেজুড়ে চলছে লকডাউন।করোনা মোকাবেলায় নিজেদের ঘরবন্দি করেছেন আপামর ভারতবাসী। কিন্তু তারপরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

শনিবার রাতেই জুড়ে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। রবিবার সকালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হল ১০৪০। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন করে অন্তত ৩০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। একইভাবে বেড়েছে মৃতের সংখ্যাও।

আজ রবিবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। রবিবার সকালে করোনা আক্রান্ত হয়ে কাশ্মীরে এক জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে ভূস্বর্গে করোনার বলি হলেন দুজন। অন্যদিকে ফের মৃত্যু হয়েছে গুজরাটে। এই নিয়ে গুজরাটে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।মৃত এই দুই ব্যক্তির বয়স যথাক্রমে ৪৬ এবং ৪৮ বছর। তাঁরা দুজনেই ডায়াবেটিসের রোগী ছিলেন বলে জানা গেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা