• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভালবাসা দিবস: প্রেম বঞ্চিত রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

বিশ্ব ভালবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রেম বঞ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘প্রেম বঞ্চিত সংঘের’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেম বঞ্চিত চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলের শুরুতে শতাধিক শিক্ষার্থী অংশ নিলেও বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া ঘুরে মিছিলটি প্যারিস রোডে পৌঁছাতেই তা জনসমুদ্রে পরিণত হয়।

 

সমাবেশে সংগঠনের সভাপতি মোল্ল্যা মোহাম্মাদ সাইদ বলেন, ‘আমেরিকান এক গবেষণায় দেখা গেছে, ৯৮ শতাংশ মানুষ জীবনের একতরফাভাবে ভালোবাসে। এ মাধ্যমে দেখা যাচ্ছে পৃথিবীর মানুষের বড় অংশ প্রেমবঞ্চিত। এসকল মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে আমরা চেষ্টা করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেম একটি মৌলিক মানবিক চাহিদা। এজন্য প্রেমের উপযুক্ত ভাই-বোনদের একে অপরের প্রতি সদয় হওয়ার জন্য অনুরোধ করছি।’

সংঘের সাধারণ সম্পাদক মাহফুজুল সুমন বলেন, ‘আজকে এই জনসমুদ্র, এটা হচ্ছে প্রেমবঞ্চিতদের হাহাকার আর্তনাদের এক তীব্র প্রতিফলন। আজ পুরো ক্যাম্পাস বঞ্চিতদের আর্তনাদে শোকবিহ্বল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বঞ্চিতরা প্রেমের জন্য লড়ছি আমাদের প্রেম অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়েই যাবো।’

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোল্ল্যা মোহাম্মদ সাইদকে সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী মাহফুজুল সুমন সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি এক বছর মেয়াদী গঠন করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা