• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভিডিও কনফারেন্সে বিচারপতিরা, শিশুদের মুক্তির সুপারিশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের শিশু অধিকার কমিটি। বৈঠক থেকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে বিচারপতিরা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকে অংশ নিয়েছিলেন শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধি।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন বা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টে স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বৈঠক থেকে শিশুদের মুক্তির সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা