• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভিয়েতনাম যুদ্ধেও এত মার্কিন নাগরিকের মৃত্যু হয়নি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

যে কয়েকটি যুদ্ধ বিংশ শতাব্দীতে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তার মধ্যে একটি ভিয়েতনাম যুদ্ধ।  প্রায় দুই দশকের ভিয়েতমান যুদ্ধে ৫৮ হাজার ২২০ জন আমেরিকানের মৃত্যু হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই মহামারী করোনা ভাইরাসে মৃত্যু সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। 
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়,  যুক্তরাষ্ট্রের ওপর নতুন করোনাভাইরাসের আঘাত কতোটা ব্যাপক, এ তুলনা থেকে তা স্পষ্ট হয়েছে। এদিকে প্রাদুর্ভাবের শেষ এখনও অনেক দূর বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। গবেষকরা চিকিৎসার কার্যকর উপায় বের করতে না পারলে আসছে শরতেও যুক্তরাষ্ট্রকে ভুগতে হতে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি। ফাউচি বলেছেন, গ্রীষ্মে ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ নাও হতে পারে এবং এর ফিরে আসা অনিবার্য।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বুধবার সকালে দেওয়া হালনাগাদ তথ্যানুযায়ী, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩৫৫ জন। এরই মধ্যে দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে গেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জনে।
যুক্তরাষ্ট্রে গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা