• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশের আইনশৃঙ্খলা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

আসন্ন ইউনিয়নে পরিষদ নির্বাচনে সহিংসতারোধে বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা থানা পুলিশের উদ্যোগে বুধবার বিকেলে ওই ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ সোনাতলা ওয়ার্ডে মডেল বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহে সাউথখালী ইউনিয়নের ১নম্বর সোনাতলা ও ৫নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডে মেম্বর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে কয়েকটি সহিংস ঘটনা ঘটে। এতে স্থানীয় আইনশৃঙ্খলা অবনতিসহ ভোটের পরিবেশ বিনষ্টের উপক্রম হয়। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন ও শান্তি বজায় রাখার স্বার্থে পুলিশের পক্ষ থেকে এই সভা আহবান করা হয়।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।


বক্তরা বলেন, কেউ যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘিন্নত করার অপচেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। সভা শেষে পুলিশের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণের মাঝে করোনা সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা