• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভ্রমণ এখন আরও সহজ বিকাশ অ্যাপে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

এখন থেকে গ্রাহকরা ‘গো জায়ান’ এর মাধ্যমে বিমানের টিকিট কাটা ও বিভিন্ন হোটেলের রুম বুকিং করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। এছাড়াওবাস, ট্রেন ও লঞ্চ এর টিকেট কাটা যাচ্ছে ঘরে বসে যেকোনো সময়।

সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ‘গো জায়ান’ হোটেল বুকিং ও বিমানের টিকেটিং সেবা। ‘গো জায়ান’ এর পাশাপাশি ‘বিডিটিকিটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপেই নেয়া সম্ভব।

টিকিট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান/বাস/ট্রেন/লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সব শেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোন খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপে হোটেল বুকিং দেয়ার প্রক্রিয়াও একদম সহজ। হোমস্ক্রিনের ‘মোর’ অপশন থেকে ‘ট্রাভেল’ আইকনে গিয়ে ‘গো জায়ান’ নির্বাচন করে পরবর্তী কয়েকটি ধাপে পছন্দের হোটেল বা রিসোর্ট, সময় ইত্যাদি নির্বাচন করে বুকিং দেয়া যায় হোটেলের রুম।

একের পর এক নতুন সব সেবায় বদলে যাচ্ছে বিকাশ অ্যাপ যা ধীরে ধীরে গ্রাহকদের লাইফস্টাইল বা জীবনযাত্রার অংশ হয়ে উঠছে। সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে বার্গার কিং এবং পিৎজা হাট-এ খাবার অর্ডার করার অপশন, আইফোন এর মাধ্যমে লগ ইন-এর ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ফিচার সহ আরো অনেক সেবা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা