• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মক্কা-মদিনায় শায়খ বালিলাহ ও আহমাদ জুমআ পড়াবেন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কাবা শরিফ ও মদিনায় মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জুমআ। হারামাইন কর্তৃপক্ষ আজকের খুতবাহ ও জুমআর নামাজে নেতৃত্ব দেয়ার জন্য দুইজন বিখ্যাত ইসলামিক স্কলারকে নির্বাচন করেছে।

আজ ০৮ জানুয়ারি ২০২১ মোতাবেক ২৪ জুমাদাল উলা। নতুব বছরের দ্বিতীয় জুমআ আজ। মক্কা ও মদিনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশগ্রহণে যারা জুমআর খুতবাহ ও ইমামতি করবেন তারা হলেন-
- কাবা শরিফ : প্রখ্যাত ইসলামিক স্কলার প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।
- মদিনা মুনাওয়ারা : প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আহমদ তালেব হামেদ।

প্রখ্যাত দুই ইমাম মহামারি করোনার এ সময়ে খুতবাহ দেবেন। নামাজের ইমামতি করবেন।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ মুসল্লিরা নিরাপদে এ দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে এবং মদিনার মসজিদে নববিতে উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।

উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জুমআর নামাজের খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করবেন। হারামাইনডট ইনফোসহ অনেক চ্যানেলেও এ নামাজ সরাসরি সম্প্রচারিত হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা