• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার আহ্বান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

সোমবার (২৩শে মার্চ) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়া্রুল ইসলাম।

বাংলাদেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বোমোট ৩৩ জন করোনায় আক্রান্ত।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৯শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় এবং ২৭, ২৮শে মার্চ সাপ্তাহিত ছুটি থাকায় মার্চের ২৬ তারিখ থেকেই এ ছুটি শুরু হচ্ছে। আবার ২রা এপ্রিল বৃহস্পতিবার থাকায় ৩ এবং ৪ঠা এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৪ তারিখ পর্যন্ত ছুটি থাকছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গণপরিবহণ এবং ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলবে এবং মুসল্লিদের মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা