• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মা-দাদির স্মৃতি রক্ষা করবে এ অ্যাপ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

মা ও দাদির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ‘লিন্ডা অ্যান্ড জোন’ নামের গেম তৈরি করেছেন ৪১ বছর বয়সী রাসেল কুইন। তার মা ও দাদির নাম অনুসারে গেমটির এমন নাম দিয়েছেন।

গেমটি একটি ন্যরেশান গেমস। এখানে একটি ফ্যামিলির বিভিন্ন চরিত্রের ভূমিকা নিয়ে পরিবারের বিভিন্ন কাজ করা যাবে। একে অপরের সঙ্গে বিভিন্ন আলাপ করা যাবে।

এ গেমের মাধ্যমে পরিবারিক বিভিন্ন বিষয়গুলো কীভাবে করতে হয় সে বিষয়ে জ্ঞান পাওয়া যাবে বলে মনে করেন রাসেল কুইন। তাছাড়া একাকীত্বও দূর করা যাবে।

মা ও দাদিকে হারিয়ে একা হয়ে যাওয়ার পর এ অ্যাপটি তৈরি করে নিজের একাকীত্ব দূর করছেন রাসেল কুইন। বিভিন্ন সিচুয়েশানে তিনি তার মা ও দাদির চরিত্রের সঙ্গে কথা বলেন।

২০২২ সালে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে ‘লিন্ডা অ্যান্ড জোন’।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা