• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

ফ্রান্সে মাঝ আকাশে আল্ট্রা-লাইট বিমানের সঙ্গে অন্য একটি ছোট বিমানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। পরে বিমান দুটি ফ্রান্সের ছোট একটি শহরে বাগানের মধ্যে পড়ে যায়।

শনিবার স্থানীয় সময় প্রায় বিকেল সাড়ে চারটার দিকে ট্যুর শহরের দক্ষিণ-পূর্বে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

উদ্ধারের জন্য প্রায় ৫০ জন দমকলকর্মীসহ জরুরি ক্রুদের ঘটনাস্থলে ডাকা হয়। পরে তারা সংঘর্ষের স্থানটি বন্ধ করে দেয়। তবে উড়োজাহাজ দুটি নিচে বিধ্বস্ত হওয়ার সময় আর কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। ট্যুরের দক্ষিণ-পূর্বে প্রায় ৪৬ কিলোমিটার (২৯ মাইল) দক্ষিণে অবস্থিত লোকেশ শহরে একটি বাড়ির পাশে দু’জন লোক নিয়ে একটি মাইক্রোলাইট বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়িটির বিদ্যুতিক মিটারের সংস্পর্শে এলে তাতে আগুন ধরে যায়।

আরেকটি বড় ডায়মন্ড ডিএ৪০ উড়োজাহাজ ১০০ মিটারেরও দূরে একটি জনশূন্য অঞ্চলে পড়ে যায়। সেটাতে তিনজন পর্যটক ছিল।

স্থানীয় সরকারী কর্মকর্তা নাদিয়া সেঘিয়ার বলেন, ওই পাঁচ জনই মারা গেছেন।

নিহতদের পরিচয় বা সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার স্থানগুলো বন্ধ করা হয়েছে এবং ওই এলাকার বাসিন্দাদের তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

এর আগে ১৯৯৮ সালে ফ্রান্সের ব্রিটানির উপকূলে কুইবারন উপসাগরে একটি মারাত্মক ঘটনা ঘটেছিল, তখন ১৯০০ ডি বিচক্রাফটের একটি হালকা উড়োজাহাজের সাথে মধ্য আকাশে সংঘর্ষ হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিল ১৫ জন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা