• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মুজিববর্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে নতুন ১০০ সেবা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে নাগরিক সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ নতুন সেবা আনা হবে বলে জানিয়েছে আইসিটি ডিভিশন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষে অন্তত ১০০ ঘণ্টা বেশি কাজ করবেন আইসিটি মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী। মুজিববর্ষে এটা আমাদের অঙ্গীকার। আমাদের উদ্যোগের মধ্যে রয়েছে-বঙ্গবন্ধু ইনোভেশন গ্র‍্যান্ট-২০২০, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের হলোগ্রাফ্রি প্রোজেকশন, অনলাইনে শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র, অ্যানিমেশন নির্মাণ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন প্রকল্প, আইসিটি ডিভিশনের ১০০+ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দশ বছর উদযাপন উপলক্ষে মহাসম্মেলন আয়োজন এবং ডিজিটালওয়ার্ল্ড-২০২০ আয়োজন।

এছাড়া মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির প্রদত্ত নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা