• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মুজিববর্ষেরশপথ নিল সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে কলেজের শহিদ মিনারের সামনে সমবেত হয়ে সঠিকভাবে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেন তারা।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেন সবাইকে শপথ বাক্য পাঠ করান। এর আগে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও মুজিববর্ষ উদযাপন কমিটির আহবায়ক ড. নাসরিন আক্তার জাতীয় সংগীত পরিবেশন করেন।

এসময় অধ্যক্ষ এসএম আফজাল হোসেন বলেন, আমাদেরকে বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সকল প্রকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। পরিবেশ দূষণরোধে কার্যকারী ভূমিকা রাখতে হবে। কলেজের ক্যাম্পাসকে সুন্দর রাখতে নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা ফেলা যাবেনা।

মুজিববর্ষ উদযাপন কমিটি সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা