• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলার সেই তিন নাবিক করোনামুক্ত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

মোংলা বন্দরে পর্যবেক্ষণে রাখা বিদেশি জাহাজের তিন নাবিকের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে তাদেরকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর মেডিকেল টিম এখনো ছাড়পত্র না দেয়ায় ‘সেরেনিটাস এন’ নামের ওই জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু করা যায়নি।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন আহমেদ জানিয়েছেন এসব তথ্য।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘দুজনের জ্বর ভালো হয়ে গেছে, একজনের এখনো জ্বর আছে। কিন্তু তাকে করোনাভাইরাসে আক্রান্ত মনে হচ্ছে না। তাদের তিনজনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেরেনিটাস এন’ ২৪ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বুধবার রাতে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় পৌঁছায়। নিয়মমাফিক বন্দরের পাঁচ সদস্যের মেডিকেল টিম বৃহস্পতিবার সকালে ওই জাহাজে গিয়ে ২০ জন নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করেন।

তাদের মধ্যে ফিলিপাইনের তিন নাগরিকের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা পাওয়া গেলে তাদের নামিয়ে এনে পর্যবেক্ষণে রাখা হয়। এই নাবিকরা ১৪ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে রওনা হন। ২১ ফেব্রুয়ারি তারা সিঙ্গাপুরের জলসীমায় আসেন। কিন্তু সেখান থেকে কেউ ওঠানামা করেননি। সেখান থেকে তারা বাংলাদেশে এসেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা