• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় করোনা রোগী দাবি করে ফেসবুকে স্ট্যাটাস নারীর, বাড়ি লকডাউন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

আমি করোনা ভাইরাসে আক্রান্ত, দোয়া ও ক্ষমা চাই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মোংলা পৌর শহরের ২নং ওয়ার্ডের মোর্শেদ সড়ক সংলগ্ন একটি বাড়ির ভাড়াটিয়া নারী (৪০)। তিনি এক ছেলে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন। 
বুধবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান।

তিনি বলেন, ওই নারীর করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে হোমকোরেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।  
করোনা পরীক্ষায় পজিটিভ হলে ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডটি লকডাউন করা হতে পারে। তবে বর্তমানে ওই নারীকে প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। 

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক ডাক্তার জীবিতোষ বিশ্বাস জানান, বেশ কিছু দিন ধরে ওই নারী সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। 

তিনি নিয়মিত ওষুধ না খাওয়ায় বেশি দুর্বল হয়ে পড়েছেন বলে জানান মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক। 
 

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি তার নিজ ফেসবুকে একাউন্ট থেকে করোনায় আক্রান্ত বলে এ স্ট্যাটাস দেন। ফেইবুকে এমন স্ট্যাটাস দেখে মঙ্গলবার বিকেলে স্থানীয় উপজেলা প্রশাসন ওই নারী বাড়িতে লাল নিশানা টানিয়ে দেয়। আর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।


 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা