• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় জেল হত্যা দিবসে আলোচনা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০  

জেলহত্যা দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে মোংলা দলীয় কার্যালয়ে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার(৩নভেম্বর)উপজেলা আওয়ামীলীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ এর  পরিচালনায় বক্তব্য রাখেন,মোংলা পৌর আথলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান জসিম,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,উপজেলায় যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন,পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন।

এসময় বক্তারা বলেন,পঁচাত্তরের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় হয়েছিলো ৩রা নভেম্বর হত্যাকান্ড।সন্ত্রাস,মৌলবাদ ও জঙ্গিবাদের বৃষবৃক্ষ সমূলে উৎপাটন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হবে আওয়ামীলীগ সরকারের মূল লক্ষ্য।

আরও বলেন,জেলহত্যাকান্ডের অনেক রহস্য উন্মোচিত হয়নি।ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে এ বিষয়টি উদঘাটন করা দরকার।অভিভাবকশূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্বশূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিলো।  এর আগে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,সাংগঠনিক সম্পপাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী ওআওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগসহ সকল পর্যায়ের নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন।  অলোচনা শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা