• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় পালিত হয়েছে স্বাধীনতার ৫০ বছর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

যথাযোগ্য মর্যাদায় মোংলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬ মার্চ (শুক্রবার) নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন, সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন। এদিন সকাল সাড়ে ৬ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৩১ বার তোপধ্বনি ও পুস্পমালা অর্পনের মাধ্যমে ঐতিহাসিক এই দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।

এরপর জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও সকাল সাড়ে ৯ টায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের সূবর্ণজয়ন্তীর বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। পরে বীর মুক্তিযোদ্ধারে উত্তরীয়সহ পাঞ্জাবি প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি ও উপজেলা ভাইসচেয়ারম্যান ইকবাল হোসেন।

এছাড়া স্বাধীনতার ৫০ বছর উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে আরও কর্মসূচি পালন করা হয়

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা