• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় বৃষ্টিতে বন্দরের পণ্য ওঠা-নামায় বিঘ্ন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

মোংলায় শনিবার (০৭ মার্চ) ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। 

বৃষ্টির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। একদিকে শীতের তীব্রতা অন্যদিকে টানা বৃষ্টি। মানুষ তাদের দৈনন্দিন ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারছে না।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি চলবে আরো দু’একদিন। পাশাপাশি বাড়বে শৈত্য প্রবাহও।

খেটে খাওয়া মানুষেরা বলছেন, বৃষ্টি শুরু হওয়ায় শীতের তীব্রতাও বাড়তে শুরু করেছে। শীতের কারণে ছিন্নমূল ও সাধারণ মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বৃষ্টির কবলে পড়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে মানুষদের। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কষ্টে পড়েছে সবচেয়ে বেশি।

এদিকে মোংলা সমুদ্র বন্দরে অবস্থান নেয়া সার, কয়রা, কিংকার, পাথর, ভুট্টা সহ ১২টি বাণিজ্যিক জাহাজ বন্দরে নোঙ্গরে রয়েছে। এতে পণ্য বোঝাই দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে মালামাল লোড-আনলোড করতে পারছে না বন্দর ব্যবসায়ীরা।

মুষলধারে বৃষ্টি হওয়ায় কাজেও যেতে পারছে না বন্দর শ্রমিকরা। তবে, এ বৃষ্টি চলতে থাকলে অনেক লোকসানের মুখে পড়বে বন্দর ও বন্দরের ব্যবসায়ীরা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা