• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বাপা’র পিপিই ফেসশীল্ড ও গগল্স বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মে ২০২১  

করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে (৩ মে) সোমবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই, ফেসশীল্ড ও গগল্স বিতরণ করা হয়।

সোমবার সকাল সাড়ে ১১টায় পিপিই, ফেসশীল্ড ও গগল্স বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, বাপা নেতা সাংবাদিক রিয়াজুল আলীম, মোল্লা আল মামনু, প্রমূখ।

পিপিই বিতরণকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এসময় বাপা নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ বলেন, শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলা করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করে করোনা সংক্রমন প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। বাপা নেতৃবৃন্দ পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষার মাধ্যমেও করোনা মোকাবেলায় সরকারের প্রতি আহ্বান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা