• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে পানির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: অতি: সচিব

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জুন ২০২১  

‘মোরেলগঞ্জবাসির সুপেয় পানির সংকট সমাধানের জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। বেরিবাঁধ না থাকায় লবন পানির কারনে এ এলাকায় আশানুরূপ ফসল ফলেনা। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ’। কথাগুলো বলেছেন পানি সম্পদ পরিচালনা সংস্থার(ওয়ারপো) মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন। শনিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় পানি সুরক্ষা গবেষণা দলের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের (ওয়ারপো) কারিগরি বিভাগের পরিচালক কে.এম.আবুল কালাম আজাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ ও পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় গবেষণা সম্পর্কীত তথ্যচিত্র উপস্থাপন করেন গবেষনা দলের প্রধান খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. হাসিবুল হাসান।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম ও চেয়ারম্যান মোরশেদা আক্তার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা