• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে বাজার-ঘাট বন্ধ রাখতে মোবাইলকোর্ট পরিচালনা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে মোরেলগঞ্জে সকল বাজার-ঘাট ও জনসমাগম বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়ন করতে কাজ করছে মোবাইলকোর্ট। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বুধবার বেলা ১১টা থেকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালান। থানার ওসি কেএম আজিজুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন।

নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা সংক্রমন এড়াতে রাষ্ট্রীয় ঘোষণা বাস্তবায়ন জরুরি। তাই মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। নির্দেশ অমান্য করায় কয়েকজন মটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।

মোরেলগঞ্জে ইতোমধ্যে বিদেশফেরত ৪০৯ জনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ জন। কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা