• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে করোনায় বৃদ্ধের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

মোল্লাহাটে করোনায় আক্রান্ত হয়ে মোমরেজ মোল্লা (১০৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান । তাঁর বাড়ি উপজেলার উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে। বৃহস্পতিবার এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান , করোনা আক্রান্ত হয়ে মোমরেজ মোল্লা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩ ব্যক্তির শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন করে যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন ১.উপজেলার আস্তাইল গ্রামের তামান্না (১৮) তাঁর পিতার নাম ইলাহি বিশ্বাস,২. উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী গ্রামের আঃ আজিজ শেখ তাঁর পিতার নাম প্রয়াত সিদ্দিক শেখ, এছাড়া উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক হাওলাদার কামরুজ্জামানের করোনা শনাক্ত হয়েছে।

গত ৮ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে আজ বৃহস্পতিবার তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে মোল্লাহাটে করোনার দ্বিতীয় ধাপে ১ জনের মৃত্যু এবং ৭ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, মোল্লাহাট বাসী যদি স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করে তাহলে এই সংক্রমন আরো দ্রুত গতিতে ছড়াবে তাই সবাইকে তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা