• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে সেরা স্যানিটারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

মোল্লাহাটে ক্রেইন প্রকল্প হতে স্যানিটারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ডওয়াইড এর নেত্বতে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় জেজেএস ও রূপান্তর সংস্থার বাস্তবায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমুলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর আওতায় সেরা স্যানিটারী উদ্যোক্তাদেরকে ০৬ জনকে এম এম টির মাধ্যমে প্রত্যেককে ৯ হাজার ৫ শত টাকা, একটি রিং এর ডাইস, ২০টি স্যাটো প্যান,একজোড়া গামবুট, একজোড়া হ্যান্ডগ্লোবস,০৩টি তথ্যসমৃদ্ধ বোর্ড ও ০১টি সাইনবোর্ড দেওয়া হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস,বিশেষ অতিথি উপঃসহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা হেল্থ ইনেসপেক্টর দিলীপ বিশ্বাস, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ইঞ্জিনিয়ার র‌্যাভিন চাকমা, ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, এ্যাডভোকেসি এন্ড ক্যামপেইন কোর্ডিনেটর তছলিম আহমেদ টংকার, উপজেলা ওয়াশ এন্ড সি এস ও মোবিলাইজার মোঃ আব্দুল করিম, স্যানিটারী উদ্যোক্তা মোঃ জিয়া মোল্লা,আরজ আলী সরদার,শহিদ মোল্লা,রোজিনা বেগম,আনছার আলী ও মোঃ রেজওয়ান মুন্সী প্রমূখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা