• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোড়েলগঞ্জের বহরবুনিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, হামলায় আহত ১

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

বাগেরহাটের মোড়েলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামে সোহরাফ শিকদারের একটি মৎস্য ঘের দখলের চেষ্টায় হামলা মারপিটের ঘটনা ঘটেছে। হামলায় বায়জিদ শিকদার(২২) নামের এক কলেজ ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় সোহরাব শিকদার বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় খোকন শিকদারসহ ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
প্রাপ্ত অভিযোগ ও ক্ষতিগ্রস্তরা জানান, ঘটনারদিন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঘষিয়াখালী গ্রামের সোহরাব ও তার ভাই আসাদুজ্জামান শিকদারের ১০ বিঘা একটি মৎস্য ঘেরে জোরপূর্বক মাটি কেটে ভেরি দিয়ে জমি দখলের চেষ্টা করে একই গ্রামের প্রতিবেশী খোকন শিকদারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংর্ঘবদ্ধ দল এ সময় মাটি কাটায় তাদেরকে বাঁধা দিতে গেলে ঘের মালিক সোহরাব শিকদারের ছেলে বায়জিদ শিকদারকে পিটিয়ে আহত করে। ওই ঘেরের বাগদা, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতের ১ লাখ ৮০ হাজার টাকার সাদা মাছ ক্ষতিসাধন করে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ঘের মালিক সোহরাব শিকদার ও আসাদুজ্জামান শিকদার বলেন, পৈত্তিক জমিতে ৩০/৪০ বছর ধরে ১০ বিঘার এ ঘেরটিতে তারা মৎস্য চাষ করে আসছে। পাশাপাশি ধান ফসল ফলাচ্ছেন। এলাকার একটি প্রভাবশালী মহল তাদের জমিতে জোর পূর্বক মাটি কাটেন এবং তাদের ওপর হামলা চালায়, তারা কোন আইন কানুন মানে না।

এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘের সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে খোকন শিকদারের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন ৬৬শতক জমি ওই ঘেরের মধ্যে পাবেন বলে তিনি দাবী করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা