• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ম্যাচ ফিক্সিং : আইসিসির তদন্তে এবার লঙ্কান তিন ক্রিকেটার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ জুন ২০২০  

স্তম্ভিত হওয়ার মতো এক খবর দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা। বুধবার তিনি জানিয়েছেন, দেশের কমপক্ষে তিনজন ক্রিকেটারের ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্তে নেমেছে আইসিসি।

তবে এত বড় একটা তথ্য ফাঁস করলেও ঠিক কাদের নিয়ে তদন্ত হচ্ছে, আলাদা করে কারও নাম বলেননি লঙ্কান ক্রীড়ামন্ত্রী। এমনকি এই তিন ক্রিকেটার কি বর্তমানে খেলছেন নাকি সাবেক, সেটাও পরিষ্কার করেননি তিনি।

বরং দুঃখ প্রকাশ করেছেন এমন ঘটনায় ক্রিকেটাররা জড়িয়ে যাওয়ায়। আইসিসির তদন্ত নিয়ে লঙ্কান মন্ত্রী বলেন, ‘আমরা খুবই লজ্জিত যে আমাদের খেলাটায় শৃঙ্খলা এবং চারিত্রিক অধঃপতন হয়েছে।’

পরে অবশ্য এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট দাবি করেছে, অভিযুক্ত তিন খেলোয়াড়ের কেউই বর্তমানে খেলছেন না। তারা বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাননীয় মন্ত্রী আইসিসির এন্টি করাপশন ইউনিটের তদন্তে যে তিনজন ক্রিকেটারের নাম আসার কথা জানিয়েছেন, তারা সবাই সাবেক। বর্তমান জাতীয় দলের খেলোয়াড় নন তারা।’

শ্রীলঙ্কার ক্রিকেটে একের পর এক বিপদ আসছে। গত মাসেই হিরোইনসহ গ্রেফতার হন লঙ্কান দলের প্রতিভাবান পেসার শেহান মধুশঙ্কা। যার ফলশ্রুতিতে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আঙিনায় খুব একটা ভালো করতে পারছে না শ্রীলঙ্কার জাতীয় দলও। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন, ক্রিকেটে উন্নয়নের পথ খুঁজছেন তারা। যার জন্য স্কুল ক্রিকেটে বাড়তি নজর রাখছে ক্রিকেট বোর্ড।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা