• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যার ভুলে ২০১১ সালের বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মে ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট স্থগিত। তাই কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডায় মেতে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল শনিবার রাতে তার সর্বশেষ লাইভ আড্ডায় যোগ দেন পঞ্চপাণ্ডবের তিন সদস্য মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানেই মাশরাফি জানান, ফিজিও’র ছোট একটি ভুলের কারণেই ২০১১ সালের বিশ্বকাপ খেলা হয়নি তার। 

মাশরাফি বলেন, 'ডেভিড ইংয়ের মেডিক্যাল রিপোর্ট পুরোটা না পড়েই ফিজিও মাইকেল হেনরি সেটা নির্বাচকদের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি পুরোটা পড়ে যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল, নাহ, আমি তো পুরোটাই লিখে পাঠিয়েছি।

তখন আমি হেনরিকে বললাম, তুমি মোবাইল চেক করে দেখো। পরে আমি যেটা দেখলাম, সে (হেনরি) আর নিচে যে রিড মোর অপশন থাকে, সেখানে যায়নি। প্রথমটুকু পড়েই নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠিয়েছে। এরপর সে আমাকে সরি বলেছে।

ওর সঙ্গে তখন আর ঝামেলা করে তো লাভ নেই। মূলত আমি যেটা বললাম, আমার ফ্যামিলি ব্যাক পাবে দেখেই আমার সঙ্গে এমনটা ঘটেছে। আমার স্ত্রী অসুস্থ ছিল। তাকে সময় দিয়েছি। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।'

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা