• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রবিবার থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বিমানের ফ্লাইট

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামীকাল রবিবার ঢাকা-কলকাতা-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এরপর আগামী ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান সংস্থাটি। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়।

বিমান জানায়, ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চলবে বিমানের। ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়াও করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে।

করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধ হওয়ার পর গত ২৯ অক্টোবর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। মূলত ভারতের সঙ্গে এয়ার-বাবল প্রক্রিয়ায় গত ২৮ অক্টোবর বিমান যোগাযোগ চালু হয়। আগামী তিন মাস দেশটির সঙ্গে ফ্লাইট পরিচালিত হবে দুটি দেশের কর্তৃপক্ষের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা